সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

রাজ-পরীর নতুন নাটক, আবারও এক হলেন তারা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৫২ বার

বেশ কয়েকদিন ধরেই চলছে নাটক, শোবিজ পাড়া ব্যস্ত ছিল রাজ-পরীমণিকে নিয়ে। তবে এবার তিন তারকার ছবি ও ভিডিও প্রকাশ কাণ্ডের মনে হচ্ছে অবসান ঘটেছে। মিডিয়ার চোখে ধুলা দিয়ে আবারও একত্র হলেন আলোচিত তারকা দম্পতি।

দফায় দফায় দুই পক্ষ থেকে বিচ্ছেদের হুমকি দিয়ে এবার নতুন নাটক নির্মাণ করলেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি।

আজ রোববার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, পুত্র রাজ্যকে নিয়ে কেক কাটছেন রাজ-পরী। এসময় তাদের সঙ্গে ছিলেন পরীমণির নানা।

২০২২ সালের ১০ আগস্ট রাজ ও পরীমণি দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান রাজ্য। সেই হিসাবে ১০ মাস পূর্ণ করে ১১ মাসে পা রাখলো একমাত্র সন্তান। এই খুশির মহূর্তটি ছেলের সঙ্গে কাটালেন রাজ-পরী।

ভিডিওটি শেয়ার করে পরীমণি লেখেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। হ্যাপি টেন মান্থস বাপজান।’ সঙ্গে জুড়ে দিলেন, ‘মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই…।’

 

এতো কিছুর পরে পরীর ঘরে রাজ, এ নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে। তবে কী আবারও মিলে গেলেন দুজন? যদিও এ বিষয়ে সরাসরি কথা বলেননি তাদের কেউই।

রাজ-পরীর সংসারে এই সময়টা যেমন আনন্দের, একই সঙ্গে অর্থবহও। কারণ, বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে এই দম্পতির সংসারে।

‘রাজের স্ত্রী পরিচয় দিতে চান না, এমনকি ২৪ ঘণ্টার মধ্যেই ডিভোর্স চান’- এমন মন্তব্যও করেছিলেন পরীমণি। রাজও তার থেকে আলাদা থাকতে চান এমনটাই বলেছেন। কিন্তু পরীর শেয়ার করা নতুন এই ভিডিও ভিন্ন বার্তা দিচ্ছে।

অনেকেই রাজ্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের জন্যও শুভ কামনা জানাচ্ছেন।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েও সারেন রাজ-পরী।

সম্প্রতি ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। সেই সঙ্গে সামনে আসে জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশারও দুটি ভিডিও। ভিডিওগুলোতে শোবিজের এই তিন তারকার মুখের কথা ছিল কুরুচিপূর্ণ। এ কারণে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলে। এ ইস্যুতে নাম আসে পরীর। ঘটনাটি এতোটাই আলোচিত হয় যে, রাজ-পরীর সংসারে বিচ্ছেদের সুর বাজে। বিষয়টি এতো দূরে গড়ায় যে সবাই ধরেই নিয়েছে, আর টিকছে না তাদের সংসার। তবে নতুন এই ভিডিও ভিন্ন কিছুর বার্তা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com