ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে এক ব্রিটিশ শিশুকে (১১) গুলি করে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় শিশুটির বাবা গুরুতর আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
খবর এএফপি’র।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার রাতে পরিবারটি ব্রিটানির কুইম্পারের কাছে সেন্ট-হারবোট গ্রামে তাদের বাড়ির বাগানে অবস্থানকালে এক প্রতিবেশী একটি আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হাজির হয়।
কুইম্পারের পাবলিক প্রসিকিউটর ক্যারিন হ্যালি রোববার এক বিবৃতিতে বলেন, বন্দুক হামলার ঘটনায় রাত ১০টার দিকে ( গ্রিনীচ মান সময় ২০০০টায়) আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা পদক্ষেপ নেন।
ম্যাজিস্ট্রেটেট জানান, ১১ বছর বয়সী শিশুটিকে ঘটনাস্থলে মৃত অবস্থায় ও তার বাবাকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। প্রসিকিউটর হ্যালি জানান, ঘটনায় মা ও তার দ্বিতীয় সন্তান অক্ষত রয়েছে।
বন্দুকধারী ৭১ বছর বয়সী এক ডাচ পেনশনার বলে শনাক্ত করা হয়েছে।
হ্যালি আরো জানায়, পুলিশ এখনো গুলি চালানোর উদ্দেশ্য নিয়ে তদন্ত করছে। তবে সম্পত্তি নিয়ে বেশ কয়েক বছর ধরে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ চলছিল বলে মনে করা করা হচ্ছে।
পুলিশ জানায়, আঁততায়ি তার স্ত্রীর সাথে বাড়ি ফেরার সময় ঝোঁপের আড়াল থেকে তার রাইফেল দিয়ে গুলি চালায়। তারা উভয়ই কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার পর গ্রেফতার হয়েছে। পাবলিক প্রসিকিউটরের কার্যালয় একজন নাবালিকাকে হত্যা এবং একটি হত্যার প্রচেষ্টার অভিযোগের তদন্ত শুরু করেছে।