‘আমি খুব বড় বিপদে পড়ে গেছি। বুঝতেছি না কী করা উচিত। আমি অনেক খুঁজেছি, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আপনারা আমাকে একটু সাহায্য করুন’- কান্না জড়ানো কণ্ঠে বোনকে হারিয়ে ফেসবুক লাইভে এসে কথাগুলো বলেছিলেন টিভি নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঘটনা গেল শুক্রবারের। প্রথমে বিষয়টি সত্যি মনে হলেও পরে জানা যায়, এটি তার অভিনীত নতুন কাজের প্রচারণা। তার এমন প্রচরাণার কারণে বিভ্রান্তিতে পড়েছে অনেকেই। যার প্রমাণ মেলে তার ফেসবুকে।
ফারিণের এমন প্রচারণা ঘিরে শুরু হয়ে সমালোচনা। যা ক্রমশই তীব্র হচ্ছে। নেটিজেনরা এমন ‘লেইম’ বা ‘সস্তা’ প্রচারণার নিন্দাও জানাচ্ছে। আর মন্তব্যের ঘরও ভরে গেছে এসব সমালোচনায়।
শাকিল নামের এক ভক্ত লিখেছেন, ‘প্রথম তো ভাবছিলাম সত্যি ঘটনা, পরে দেখি নাটকের শুটিং। যখন এইরকম সত্যি একটা বিপদে পড়বেন, আর তখন যদি লাইভে এসে এইরকম নেকামি কান্না করেন, তখন মানুষ সত্যিটা ভেবে হাসি তামাশা করবে।’
রুমান নামের একজন লিখেছেন, ‘জীবনে একদিন এমন বিপদে পড়বেন, সেদিন হাজার কান্না করেও সাহায্য পাবেন না। মনে রাখবেন কথাটা।’
সৈয়দ সামস লিখেছেন, ‘যেদিন সত্যি সত্যি বিপদ ঘটবে, সেদিন সবাই মজা নেবে।’
আব্দুল্লাহ ইউসুফ নামে একজন লিখেছেন, ‘আমি কিন্তু ভাবছিলাম সত্যিই আপনার বোন নিখোঁজ! এক সময় হয়তো এমন ঘটনা ঘটলেও সবাই ভাববে এটাও অভিনয়।’
মোস্তফা আহমেদ লিখেছেন, ‘ফাইজলামি করার একটা সীমা থাকা দরকার।’
তাদের কথায়, শিল্পীদের এমন প্রচারণার কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েছে। আর তাদের এমন প্রচারণার সমালোচনাও করছে তারা। আগামীতে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নেটিজেনরা।এদিকে, ফেসবুক লাইভ এসে তাসনিয়া ফারিণের এমন ‘বিভ্রান্তিকর’ প্রচারণা ছিল ‘নিকষ’ ওয়েব ফিল্মের। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে দুই বোনের ব্যতিক্রম একটি গল্প উঠে আসবে। ঢাকা, সাতক্ষীরাসহ বিভিন্ন জায়গায় হয়েছে এর শুটিং। আসছে ঈদে এটি প্রচার হবে দীপ্ত প্লেতে।