খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) কার্ডধারী পরিবারগুলোকে ১ জুলাই থেকে ৩০ টাকায় ৫ কেজি চাল দেয়া হবে।
তিনি বলেন, বর্তমানে এক কোটি পরিবার টিসিবি পণ্য পাচ্ছে এবং ১ জুলাই থেকে কার্ডধারীরা প্রতিকেজি ৩০ টাকা হারে ৫ কেজি চালসহ অন্যান্য সামগ্রী পাবেন।
তিনি বলেন, ওপেন মার্কেট সেলস (ওএমএস) ডিলাররা চাল সরবরাহ করবে।
রোববার (২৫ জুন) সচিবালয়ে বোরো সংগ্রহের অগ্রগতি নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
৫ কেজি চালের প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কার্ডধারীরা যখন তাদের টিসিবি আইটেম পাবে তারা ওএমএস ডিলারের মাধ্যমে চালও পাবে।
তার মানে চাল টিসিবি আইটেম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাধন চন্দ্র বলেন, চালের দাম কিছুটা বেশি হলে আমরা সারাদেশে আড়াই হাজার ওএমএস ডিলারের মাধ্যমে চাল বিক্রি করেছিলাম এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ওএমএসের মাধ্যমে অতিরিক্ত ২ লাখ টন চাল বিতরণ করেছি।
এছাড়া আমরা খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে নিয়মিত চাল দিচ্ছি এবং তারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।
বোরো সংগ্রহের বিষয়ে মন্ত্রী বলেন, চলমান বোরো সংগ্রহ মৌসুমে ২৪ জুন পর্যন্ত সরকার ৬ লাখ ৫৬ হাজার ৫৮৭ টন চাল এবং ১ লাখ ১৫ হাজার ২৭২ টন ধান সংগ্রহ করেছে।
তিনি বলেন, আমরা ১২ দশমিক ৫ লাখ টন চাল এবং ৪ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম।
তিনি আরো বলেন, এই জুনে আমাদের লক্ষ্য পূরণ হবে।
সূত্র : ইউএনবি