বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

বিশ্বকাপের সেমিফাইনালে যে ৪ দেশকে দেখছেন আমির

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৫০ বার
ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ক্ষণগণনা। ২০১৯ সালের দুই ফাইনালিস্টি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের এখনো ৩ মাসের মতো বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।

কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইলের মতো ক্রিকেটের সাবেক তারকারা। সেই দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরও।

গতকাল রোববার পাকিস্তানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানালেন কারা খেলতে পারে এবারের সেমিফাইনালে। সেরা চারে আমিরের প্রথম বাছাই ভারত। হোম কন্ডিশনের কারণে ভারত অনেক এগিয়ে থাকবে বলে মনে করেন তিনি। এরপর বাছলেন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে। চতুর্থ দল হিসেবে দুইটি দলের কথা বললেন আমির। পাকিস্তান অথবা অস্ট্রেলিয়া সেমিতে উঠবে বলে মনে করেন তিনি।

সেমিফাইনালের প্রশ্নে আমিরের পরপর উত্তর, ‘ভারত কোনো সন্দেহ ছাড়াই, কারণ সেই কন্ডিশনে তারা ভালো মানাতে পারবে। ইংল্যান্ড, আমার মনে হয় তারা ফেভারিট হিসেবেই আসবে। নিউজিল্যান্ড, আমরা সবসময় তাদের গণ্য করি না কিন্তু সেমিফাইনালে সবসময়ই তারা জায়গা করে নেয়। সবশেষ অস্ট্রেলিয়া অথবা পাকিস্তান সেরা চারে জায়গা করে নেবে।’

আমির অবশ্য স্বীকার করে নিলেন, টুর্নামেন্টে পাকিস্তান খুব ভালো শুরু করতে পারে না। কিন্তু ইংল্যান্ডের তুলনায় পাকিস্তানের বর্তমান দল ভালো বলে মনে করেন তিনি।

আমির বলেন, ‘পাকিস্তান ধীরে শুরু করে। আপনি খেয়াল করবেন, যখনই বড় কোনো টুর্নামেন্ট আসে, আমাদের যাত্রাটা ধীরে হয়। ইংল্যান্ডের সঙ্গে তুলনা করলে পাকিস্তান কন্ডিশন অনুযায়ী ভালো অবস্থানে আছে, যদি আমাদের বোলাররা ভালো পারফরম্যান্স দেখায়। কারণ, ৩০০-৩৫০ করার মতো ব্যাটার আমাদের আছে। কিন্তু আমাদের বোলিংই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ কারণেই আমি বলছি, পাকিস্তানেরও সুযোগ আছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com