কোনো ভুল করতে চায় না বাংলাদেশ। আফগানদের মোটেও দুর্বল ভাবছে না টাইগাররা। বরং বেশ গুরুত্বের সাথেই রশিদ খানদের মোকাবেলা করার পরিকল্পনা এঁটেছে তামিম বাহিনী। টেস্টের পর ওয়ানডেতেও পেস সহায়ক উইকেটে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।
গত বছর আফগানিস্তানের বিপক্ষে এই মাঠে একই কৌশলে খেলেছে বাংলাদেশ। সবুজ উইকেট ছিল সেই সিরিজেও। বাংলাদেশ সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল। এবারো তাই আফগানদের বিপক্ষে সবুজ উইকেটের সুবিধা নিতে চাইবে টাইগাররা। তাছাড়া পেসাররাই তো এখন বাংলাদেশ দলের বোলিং আক্রমণের মূল ভরসা।
বাংলাদেশ দল অবশ্য এই সিরিজে সব পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে চাচ্ছে। অধিনায়ক তামিম ইকবাল ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে তারই আভাস দিয়ে গেছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখার পরিকল্পনা ম্যানেজমেন্টের। অর্থাৎ দলে থাকা প্রত্যেকেই এই সিরিজে খেলার সুযোগ পাবেন।
যাই হোক, সম্ভাবনার বিচারে আজ পূর্নশক্তির দল নিয়েই আফগানদের মোকাবেলা করতে চাইবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল আছেন, চোট কাটিয়ে সাকিব আল হাসানও ফিরেছেন। ফিরেছেন তাসকিন আহমেদও। আর আফিফ হোসেনের যে প্রত্যাবর্তন ঘটছে, তাও অনেকখানি নিশ্চিতই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।