দুর্বল তদারকির সুযোগ নিয়ে করোনাভাইরাসের টিকা প্রদানের নামে একটি কোম্পানি ৩৯০ মিলিয়ন ডলার লোপাট করেছে বলে অভিযোগ করেছে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ।
তদন্তে দেখা গেছে, এক্সিকিউটিভ মেডিক্যাল সার্ভিসেস পিসি- ইএমএস নামের একটি কোম্পানি এই অপকর্মটি করেছে। তারা কোনো কোনো স্থানে টিকাপ্রতি ২৪ শ’ ডলার পর্যন্ত নিয়েছে। দুর্বল তদারকির সুযোগ নিয়ে তারা করোনার পরীক্ষা করা, কর্মী নিয়োগসহ আরো অনেক কিছুতেই অতিরিক্ত অর্থ আদায় করেছে।
নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ কোভিড মহামারির ভয়াবহ অবস্থার সময় ২০২০ সালের মে মাসে ইএমএসের সাথে চুক্তিবদ্ধ হয়। ২০২৩ সালের মার্চ পর্যন্ত তিন বছরের পরিষেবার জন্য কোম্পানিটিকে প্রদান করা হয়েছে ৩৯০ মিলিয়ন ডলার। তবে কম্পট্রোলার জানিয়েছেন, তাদের মূল্যায়নে কোম্পানিটি ২০০ মিলিয়ন ডলার বিল করতে পারে।
তদন্তে দেখা গেছে, কোম্পানিটি তাদের টিকা প্রদানের স্থানগুলোতে নিজস্ব লোকবল নিয়োগ করে বিল করেছে ডিওএইচ-এর হিসাবে।
স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকটি স্থান ছিল অপেক্ষাকৃত গরিব এলাকায়। এসব স্থানে করোনাভাইরাস ভয়াবহভাবে আঘাত হেনেছিল। ফলে সেখানে টিকা প্রদানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু কোম্পানিটি টিকা প্রদানের গতি মন্থর করে বেশি কর্মঘণ্টা দেখিয়ে অতিরিক্ত বিল করেছে।
স্বাস্থ্য বিভাগের মুখপাত্র প্যাট্রিক গ্যালাহুই বলেন, কোভিড-১৯ মোকাবেলায় নগরীর ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে নিউইয়র্কের ৯৯ ভাগ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।