আজও প্রত্যাশা মেটাতে ব্যর্থ উদ্বোধনী জুটি। দুই অংকের ঘরেও যেতে পারলো না, ১৪ বলে ২ রানেই থামলো দৌড়। তিনে নেমে শান্তও দিতে পারলেন না স্বস্তি। তাই সহজ লক্ষ্যও যেন অস্বস্তিকর হয়ে উঠে স্বাগতিকদের জন্য। তবে লিটন-সাকিব জুটি আশা ধরে রেখেছেন, দেখাচ্ছেন পথ। যদিও এখনো বহু পথ বাকি।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান তৃতীয় ওয়ানডেতে দু’জনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে এসেছে ২ উইকেটে ৪৩ রান। এখনো ২৪০ বলে করতে হবে ৮৪ রান। সাকিব ১০ বলে ৮ ও লিটন অপরাজিত ২৮ বলে ২২ রানে। টার্গেট ১২৭ রান।
নাইম শেখ ব্যর্থতার বৃত্তেই আবদ্ধ থাকলেন সিরিজজুড়ে। প্রথম ম্যাচে ২১ বলে ৯ রান করার পর আজ ফিরেছেন ৮ বলে ০ রানে, ফারুকীর বলে স্ট্যাম্প উড়িয়ে। প্রত্যাশার ভার টানতে পারলেন না শান্তও। ভালো শুরু করেও ১১ করে ফিরলেন তিনি, তাকেও ফেরান ফারুকী। তিন মোট ২৪ রান তার সম্বল। স্ট্রাইকরেট ৬৬।