পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি সরকারি ভবন ও পেশোয়ারের কাছে একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১২ জন। এদের মধ্যে নয়জন পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক লোক আছে। দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে বড় বাজার সংলগ্ন পুলিশ স্টেশনে এবং তেহশিল সদরদপ্তরের প্রবেশপথে পুলিশ সদস্যরা দুই আত্মঘাতী বোমারুকে প্রবেশে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বন্দুক লড়াই শুরু হয়।
দেশটির বোমা নিষ্ক্রিয় দলের কর্মকর্তারা জানান, আত্মঘাতী হামলাকারীরা সাত থেকে আট কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করেছে। বোমা নিষ্ক্রিয় দল হাত বোমা ব্যবহার উদ্ধার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার কয়েক ঘণ্টা আগে বুধবার রাত পৌঁনে ১২টার দিকে পেশোয়ারের রেজি মডেল টাউনে পুলিশের এক ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হন।
সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে।