হিজাব ছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিযোগিতা করে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল ইরানি দাবাড়ু সারা খাদেম। ইরানের কট্টর ধর্মীয় আইন ভঙ্গ করায় ইরান সরকারের তোপের মুখেও পড়েছিলেন তিনি। অবশেষে সেই সারা খাদেমকে নাগরিকত্ব দিলো পশ্চিম ইউরোপের দেশ স্পেন। দেশটির বিচারমন্ত্রী মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, ২০২২ সালের ডিসেম্বর মাসে কাজাখস্তানের একটি দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা। সেখানে দেখা যায় সারার মাথায় কোনো হিজাব নেই। সেই ছবি তখন ভাইরাল হয় ইন্টারনেটে। তখন ইরান সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইরানের আইন অনুযায়ী, নারীদের মাথায় হিজাব থাকা বাধ্যতামূলক। এই গ্রেপ্তারি পরোয়ানার কারণে আর ইরানে ফিরে যাননি সারা।
ওই ঘটনার পর থেকেই স্পেনে বাস করছিলেন তিনি।