বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

আগুন নিয়ে খেলবেন না : যুক্তরাষ্ট্রকে চীনের হুমকি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৪ বার

আগুন নিয়ে খেলবেন না’- তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে এমনই হুঁশিয়ারি দিয়েছে চীন। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়ম লাই, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছিল চীন। এবার সরাসরি ওয়াশিংটনকে আক্রমণ শানাল বেইজিং।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়- মঙ্গলবার রাশিয়ার মস্কোয় আন্তর্জাতিক সুরক্ষা বৈঠকে যোগ দিয়েছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু। সেখান থেকেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন তিনি। ক্ষোভ উগড়ে সাংফু বলেন, ‘আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে তাইওয়ানকে ব্যবহার করছে ওয়াশিংটন। কিন্তু তাদের এই পদক্ষেপ নিশ্চিতভাবে ব্যর্থ হবে।’

উল্লেখ্য, চীনের সাথে যুক্তরাষ্ট্রের সঙ্ঘাত বহুদিনের। গত বছর মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরেও আগ্রাসী মনোভাব নিয়েছিল চীন। এর মধ্যেই আগুনে ঘি ধালার মতো কাজ করেছে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের মার্কিন সফর। কারণ আগামী বছর এই দ্বীপ রাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লাই। তাই নির্বাচনের আগে তার মার্কিন মুলুকে যাওয়া একেবারেই ভালো চোখে দেখছে না জিনপিং প্রশাসন। লাইকে ঝাঁঝালো সুরে আক্রমণ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘লাই প্রথম থেকেই সমস্যা তৈরি করছেন।’

অন্যদিকে, পাল্টা বক্তব্য রেখেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তাইওয়ান নিরাপদে থাকলে গোটা বিশ্ব নিরাপদে থাকবে। তাইওয়ানে শান্তি থাকলে গোটা বিশ্বে শান্তি বজায় থাকবে।’

লাইয়ের মার্কিন সফরের বিষয়টি প্রকাশ্যে আসতেই তাইওয়ান ঘিরে লাল ফৌজের সামরিক মহড়ার তীব্রতা বেড়েছে। ইতোমধ্যেই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে সমস্ত রকম আগ্রাসী পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে চীন। যার জেরে চাপানউতোর বাড়ছে চীন-তাইওয়ান সীমান্তে। কয়েকদিন আগেই দ্বীপরাষ্ট্রের সীমান্তে চীনের যুদ্ধবিমান ও রণতরী দেখা গিয়েছিল, যার মধ্যে ১০টি বিমান তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স জোনে’ ঢুকে পড়েছিল। লাল ফৌজের এই আগ্রাসানের পাল্টা জবাব দিতে যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম, রণতরী প্রস্তুত রাখছে তাইওয়ান প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com