রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর ইরানের শীর্ষ কূটনীতিবিদ বলেছেন যে সৌদি আরব এবং ইরান তাদের সম্পর্ক মেরামত করছে। দুই দেশের সম্পর্ক সঠিক পথে রয়েছে এবং অগ্রগতি হচ্ছে।
বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে হোসেইন আমির-আবদুলআহিয়ান বলেন, ’তেহরান ও সৌদির মধ্যকার সম্পর্ক সঠিক পথে রয়েছে এবং আমরা অগ্রগতি প্রত্যক্ষ করছি।’ এক দিনের সৌদি সফরকে তিনি ‘সফল’ বলেও উল্লেখ করেন।
গত মার্চে চীনের মধ্যস্ততায় ইরান ও সৌদি আরব তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হলো।
দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী তারা তাদের কূটনৈতিক বিরোধের অবসান ঘটান। তাদের মধ্যকার বৈরিতার ফলে উপসাগর, ইয়েমেন, সিরিয়া ও লেবাননে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
২০১৬ সালে রিয়াদের প্রখ্যাত শিয়া আলেম নিমর-আল নিমরের ফাঁসি কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে ভালো আলোচনা করেছি।’
সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরব সফর করবেন বলে আশা করা হচ্ছে। জুনে ইরান সফরকালে এই আমন্ত্রণ জানান তিনি। রাইসি বলেছিলেন, তিনি ‘যথাযথ সময়ে’ সৌদি আরব সফরে যাবেন।
সূত্র : আল জাজিরা