বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

অভিবাসী সঙ্কট : মুখ বন্ধ করার দাওয়াই মেয়রের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৭১ বার

অভিবাসী সঙ্কট নিয়ে নগরীর বেশির ভাগ নেতা যখন সতর্কবাণী উচ্চারণ করছেন, তখন মেয়র এরিক অ্যাডামস সেটাকে তার অন্যতম অর্জন বলে বুক চাপড়ে দাবি করছেন। চলতি সপ্তাহে মেয়র মহোদয় এই মানবিক সঙ্কট মোকাবেলায় তার প্রশাসনের সাফল্য নিয়ে গুণগান গাওয়ার নির্দেশ দিয়েছেন। এই কাজের জন্য এক মিনিটের ক্লিপ বানানোর জন্য তিনি নগরীর প্রায় দুই ডজন এজেন্সিকে দায়িত্ব দিয়েছেন।

প্রপাগান্ডা কাজের জন্য যেসব বিজ্ঞাপন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর কোনো কোনোটিতে এমন কথাও লিখতে বলা হয়েছে : ‘অভিবাসন হলো নিউইয়র্ক সিটির গল্প। এটা আমেরিকান গল্প। এটা হলো দমবন্ধ হয়ে থাকা লোকজনের স্বাধীনভাবে শ্বাস গ্রহণের আকাক্সক্ষার গল্প।’

এছাড়া ‘আর আজ এটা কেবল আশ্রয়প্রার্থীদের গল্প নয়, সহায়তা করতে প্রস্তুত নিউইয়র্কবাসীর গল্পও’- এমন কথাও থাকবে।

নগর কর্তৃপক্ষের তহবিলে এই প্রপাগান্ডা হবে অ্যাডামস প্রশাসনের ভাষ্যকে নিয়ন্ত্রণ করার প্রয়াস।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রুজভেল্ট হোটেলের বাইরে অভিবাসীরা ঘুমাতে বাধ্য হওয়ার পর সঙ্কটটির ভয়াবহতার মাত্রা সম্পর্কে আভাস পাওয়া যায়।

অ্যাডামসের নির্দেশ অনুযায়ী ২০টির বেশি সংস্থা তার সুপারিশ করা ভাষায় ভিডিও পোস্ট করেছে। এসব সংস্থার মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট ফর এইজিং, ডিপার্টমেন্ট অব ফিন্যান্স, নগরীর হাউজিং অথোরিটি।

অবশ্য, অনেকেই অভিবাসী সঙ্কট সমাধানে মেয়রের গ্রহণ করা কার্যক্রমের সমালোচনা করেছেন। অনেকেই বলছেন, তিনি জরুরি সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন। তবে এর জবাবে নগর প্রশাসন জানাচ্ছে, এই সঙ্কট সমাধানে তাদের গভর্নরের কাছ থেকে ৬.৫ বিলিয়ন ডলার দরকার।

এদিকে সিনা কলেজের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নিউইয়র্কের বাসিন্দাদের মধ্যে ৮২ ভাগই অভিবাসীদের ঢলকে ‘মারাত্মক সমস্যা’ হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com