মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। আজ বুধবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয় সেনা কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ নির্বাচনে জয় পেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আলি বঙ্গো অনদিমবা। কিন্তু এই ফল প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। টেলিভিশনে দেওয়া ভাষণে এক সেনা সদস্য জানান, আমরা বর্তমান সরকারের ইতি ঘটিয়ে শান্তি রক্ষার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, তিনি `কমিটি ফর দ্য ট্রানজিশন অ্যান্ড রিস্টোরেশন অব ইনস্টিটিউশন‘ এর পক্ষ হয়ে কথা বলছেন।
১৪ বছর ধরে ক্ষমতায় থাকা বঙ্গো পুনরায় নির্বাচিত হওয়ার কিছুক্ষণ পরই সেনাবাহিনী এমন ঘোষণা দেয়। গ্যাবনে দায়িত্বরত এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, সেনা কর্মকর্তারা যখন অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছিলেন তখন রাজধানীর একাধিক জায়গায় গোলাগুলি চলছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেরন বঙ্গো। ভোট পেয়েছিলেন ৬৪ দশমিক ২৭ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বি অ্যালবার্ট অন্দো ওসা পেয়েছিলেন ৩০ দশমিক ৭৭ শতাংশ। তিনি বঙ্গোর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন।
সোমবার অন্দোর নির্বাচনী কর্মকর্তা মাইক জকটেন বঙ্গোকে বিন রক্তপাতে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান। তবে কারচুপির কোনো প্রমাণ হাজির করতে পারেননি অন্দো।