ভারতের দিল্লিতে আগামী ৯-১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা যোগ দেবেন। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন।
তবে দিল্লিতে বানরের মতো কুকুরের উৎপাতও বেশ লক্ষণীয়। ইতিমধ্যে দিল্লি থেকে বানরদের তুলে নেওয়া হয়েছে। এবার একই পথে হাঁটছে দিল্লির পৌরসভা কর্পোরেশন (এমসিডি)। জি২০ সম্মেলনের কারণে পথকুকুরকে সরিয়ে নিতে বলা হয়েছে।
সরকারি তথ্যানুসারে দিল্লিতে অন্তত ৬০ হাজার পথকুকুর রয়েছে। এসব কুকুরকে শহরটির ২০ মিলিয়ন বাসিন্দা খাওয়ায়। তবে এরপরও তাদেরই মাঝেমধ্যে কামড় বসিয়ে দেয়ে এসব কুকুর। এটি তাদের কাছে স্বাভাবিক ঘটনা। তবে জি২০ সম্মেলনের কারণে কুকুরদের দিল্লি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রাণীদের নিয়ে কাজ করেন এমন অ্যাক্টিভিস্টরা বলেছেন, অমানবিক পন্থায় এমসিডি পথকুকুরদের ধরছে। তারা নেট বা হাত দিয়ে কুকুরদের ধরছে না। এসব কুকুরকে অস্বাস্থ্যকর ও ঘনবসতি আশ্রয়ে পাঠানো হচ্ছে।
তবে এমসিডি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এসব কুকুরকে যেখান থেকে ধরা হয়েছে সেখানেই তাদের ছেড়ে দেওয়া হবে।
তবে ঠিক কবে নাগাদ এসব কুকুর ছেড়ে দেওয়া হবে দিল্লি পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।