বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান।
১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। গত বছর দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি। পরে সালম মুর্শেদির কাছ থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব ছাড়লেন বাফুফে সভাপতি।
আজ এই তথ্য সালাউদ্দিন নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এখন থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমাদের ইমরুল হাসান পালন করবে।’
দায়িত্ব ছাড়ার ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘যখন আমি দায়িত্ব নেই, তখন মনে হয়েছিল কিছু একটা ঠিক নেই। এখন কিন্তু সবকিছু গোছানো। লিগ কমিটি ছাড়াও আমাকে আরও ২৪টি বিষয় দেখাশোনা করতে হয়। সবই গুরুত্বপূর্ণ। আমাদের ইমরুল হাসান এ কাজে ভীষণ যোগ্য, যে কারণে এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।’
ইমরুল হাসান বসুন্ধরা কিংসেরও সভাপতি। দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায়ই আছে, ফিফাতেও আছে। বির্তকটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করবো দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।’