বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার একাধিক মামলায় জামিন আবেদন করা হয়েছে।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ আবেদন করেন।
জামিন আবেদন করা বাকি দুই নেতা হলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
জয়নুল আবেদীন বলেন, ১০ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নয় মামলায় আমীর খসরু মাহমুদ ও ছয় মামলায় জহির উদ্দিন স্বপনের পক্ষে জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছি। এসব মামলায় তারা এজাহারনামীয় আসামি। তবে তাদের গ্রেফতার দেখানো হয়নি।