মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

ভাগ-বাঁটোয়ারার নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে : রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১ বার

একতরফা নির্বাচনের প্রচারণায় নেমে ‘সন্ত্রাসীদের’ ভাষায় হুংকার দিলেও জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘ভাগ-বাঁটোয়ারার নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখান করেছে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোডে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই নির্বাচনে ওরা (দলীয় লোকজন) ছাড়া কেউই ভোট কেন্দ্রে যাবে না। আমরা জনসাধারণকে বলব, ঐক্যবদ্ধ হয়ে এই ডামি নির্বাচন বর্জন করুন। কেউ ৭ জানুয়ারি ভোট কেন্দ্র যাবেন না। আপনিও নিজেও যাবেন না, অন্যকেও যেতে বারণ করুন।’

তিনি বলেন, ‘এই অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। নীল-নকশার নির্বাচন করে ক্ষমতায় বসে থাকলেও জনগণ জানে যে তারা অবৈধ একটি গায়ের জোরের সরকার। তারা রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। এই নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ বিদেশীরা দেখছে, কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে।’

একই সাথে রিজভী ধিক্কার জানিয়ে বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষাকে ধুলায় মিশিয়ে দিয়ে যারা এই অবৈধ নির্বাচনে প্রার্থী হয়েছে, তারা জনগণের কাছে বিশ্বাসঘাতক দালাল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ৯ থেকে ১০ জন নেতাকর্মী নিয়ে এলিফ্যান্ট রোড এবং পরে বেইলি রোডের দোকানপাটে কর্মচারীদের কাছে, ফুটপাতে পথচারীদের এবং রিকশা-সিএনজিচালক ও যাত্রীদের হাতে ৭ জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন।

ভোট বর্জনে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সারাদেশে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া অসহযোগ আন্দোলনের ঘোষণা করে জনগণকে সবধরনের ভ্যাট-ট্যাক্স-ইউটিলিটি বিল প্রদান স্থগিত এবং মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com