শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

অবরোধ সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫ বার

সরকারের পদত্যাগসহ এক দফা এবং তফসিল বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল হয়েছে।১২ দফায় দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ সফলে আজ রবিবার এসব মিছিল হয়।

সকালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নেতৃত্বে ধানমন্ডি এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে অংশ নেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে অবরোধের সমর্থনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্ব ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেছে জেলা বিএনপি। এতে অংশ নেন-ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মায়নুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুল বাসেত দেওয়ান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com