শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

নির্বাচন বর্জনের আহ্বানে ছাত্রদলের লিফলেট বিতরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪০ বার

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।পরে ভোট বর্জনের আহ্বানে পুরান পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকালে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে পুরানা পল্টন মোড় সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানপাট, পথচারী এবং যানবাহনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এতে অংশ নেন- ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, কেন্দ্রীয় নেতা অলিউজ্জামান সোহেল, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্যসচিব মাকসুদা রিমা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সদস্যসচিব মো. বিল্লাল হোসেন বিপ্লব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি কাওছার আহমেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ নাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহীম কার্দী, সহসভাপতি পিয়াল হাসান, সহ সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ, সাবেক সহ সাধারণ সম্পাদক আ. আজিজ, সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. মজিবুল হক রিপন, সহসভাপতি মাহামুদ ভূইয়া, সহসভাপতি শাহাদাৎ হোসেন শাহেদ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, সাহাদুর রহমান সজল,তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রকি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মো. রাসেল, হাম্মাদুর রহমান, জাহিদ হোসেন ফাহিম, সুমন প্রমুখ।

এদিকে একই ইস্যুতে রাজধানীর সেগুনবাগিচার বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। এতে আরও অংশ নেন- ছাত্রদলের প্রথম সহসভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, রুহুল আমিন হিমেল, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আল আমিন মৃধা, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিন ফরাজিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ ছাড়া ভোট বর্জনের পক্ষে জনমত গড়তে রাজধানীর উত্তরায় লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে এই কর্মসূচি পালন করে।

এতে অংশ নেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের প্রথম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সহসভাপতি, আরিফ হাওলাদার, সহসভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি গাজী রেজওয়ানুল হক রিয়াজ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন, ফয়েজুল্লাহ ফয়েজ, মো. জসিম উদ্দীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, সারোয়ার ভূঁইয়া রুবেল, আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, ইউসুফ পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক-ইকবাল কবির চাকলাদার,সাহিত্য প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-আব্দুল্লাহ আল জুবায়ের বাবু,শিল্প বিষয়ক সম্পাদক-নুরুল আলম বিপ্লব, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত, সহ কৃষি বিষয়ক সম্পাদক-শফিকুর রহমান নোবেল, সদস্য মো. শামিম, আরএস নৈতিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ফকরুল ইসলাম রবিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে জনগণ আগামী ৭ জানুয়ারির অবৈধ সরকারের তামাশার ভোট বর্জন করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com