১৯৭১ সালের ২৫ মার্চ, অমাবস্যার অন্ধকারে ঢাকা শহর যেন রক্তে ভেসে গিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার স্মরণে আজকের দিনটি ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে, পাকিস্তানি জান্তা ‘অপারেশন সার্চলাইট’ নামে এক বর্বর অভিযান চালিয়েছিল আজকের রাতে। নিরস্ত্র বাঙালির ওপর নেমে এসেছিল অকথ্য নির্যাতন, হত্যাকাণ্ড।
রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় – সর্বত্র বীভৎস হত্যাকাণ্ডের লীলাভূমি। শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্রনেতা, সাধারণ মানুষ – কেউ নিরাপদ ছিল না।
মধ্যরাতে, ওয়ারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, অর্জিত হয় স্বাধীনতা। কিন্তু ততদিনে, লাখো শহীদের রক্তে ভেসে গেছে দেশ।
২০১৭ সালে ১১ মার্চ, জাতীয় সংসদে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়। আজকের দিনে আমরা শহীদদের স্মরণ করি, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।