বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৪৩ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে উঠে। আর জনগণের আওয়াজ পেলে সেটি নির্মমভাবে দমন করে।’

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের কারাগারের ঢোকানো, প্রেরণ করা, কারান্তরীণ করা এই কর্মসূচি যেন সরকারের শেষ হচ্ছে না। আমার মনে হয় সরকার একটা ফোবিয়া (আতঙ্কের) মধ্যে ভুগছে। কারণ তারা জানে যে তাদের জনসমর্থন নেই।’

রাজনৈতিক কারণের কেউ কারাগারে নেই- এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘রাজবন্দী নামে কি কোনো আইন আছে, কোথাও কি লেখা আছে রাজনৈতিক কারণে কেউ বন্দী? ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়। এই রীতি ব্রিটিশ আমল থেকে।’

তিনি আরো বলেন, ‘যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে তাদের নাম দেয়। গোটা জাতি মনে করে, সরকার ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com