মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্তের পর এবার ওসি (অপরারেশন) ইন্সপেক্টর (৪২) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস তার টেস্ট রিপোর্ট আসে। তিনি একাই শহরের ভাড়া বাসায় অবস্থান করছেন। শারিরিকভাবে সুস্থ আছেন। তার পরিবার ঢাকার আছেন। সবাই সুস্থ আছে।
এর আগে থানাটির ওসি (তদন্ত) ইন্সপেক্টরের করোনা শনাক্ত হলে তিনিও পরীক্ষার জন্য সোয়াব পাঠান। গত ২ মে তার সোয়াব সংগ্রহ করা হয়। ৩ মে নিপসমে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
ওসি তদন্ত ও ওসি অপারেশন (ইন্সপেক্টর) দু’জনেই যেন সুস্থ হয়ে দ্রুত ফিরে আসতে পারেন, সে জন্য পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম সবার কাছে দোয়া চেয়েছেন।