রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

ভারতকে যে হুঁশিয়ারি দিলেন ড. ইউনূস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৪১ বার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে দায়িত্ব নেওয়ার আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামীন ব্যাংকের এই প্রতিষ্ঠাতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আপনি যদি বাংলাদেশকে অস্থির করে তোলেন তবে পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টারসহ, মিয়ানমারসহ চারপাশে এর প্রভাব পড়বে।’

গত সোমবার প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে বিজোয়াল্লাসে নেমে আসেন কোটি কোটি মানুষ। বেশ কিছু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এর মধ্যে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

এনডিটিভিকে ইউনূস বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থির করে তোলেন তবে চারপাশে এর প্রভাব পড়বে। মিয়ানমার, সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ সবজায়গাতেই এর প্রভাব পড়বে। এটা হবে অগ্ন্যুৎপাতের মতো, যার প্রভাব পড়বে চারপাশে। বিশেষ করে মিয়ানমারে, কারণ ১০ লাখেরও বেশি রোহিঙ্গার বাস আমাদের দেশে।’

ড. ইউনূসকে জিজ্ঞাসা করা হয়, এখন কারা এই বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণ করা না গেলে কী হতে পারে। জবাবে তিনি বলেন, তখন পরিস্থিতি খুব একটা সুখকর হবে না।

শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস বলেন, ‘শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে দেশে উৎসব চলছে। তবে এই উৎসব যেন কুৎসিত রুপ ধারণ না করে। মানুষকে আনন্দ করে বাড়ি ফিরে যেতে হবে এবং পরদিন নিজেদের কাজে যেতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com