অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মিসরের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থ মেহর নিউজ এজেন্সি।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই প্রস্তাব দেন। প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে হামাস চারজন জিম্মিকে মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েলও কয়েকজন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেবে।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, প্রস্তাবে কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। এটির লক্ষ্য হলো গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ তৈরি করা।
মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসি জানান, এই দুই দিনের যুদ্ধবিরতিতে হামাস চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে। বিপরীতে ইসরায়েলও তাদের কারাগারে বন্দী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তি দেবে। এর পরবর্তী ১০ দিনের মধ্যে ব্যাপক আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে।