ছাত্র-জনতার আন্দোলনে জোবায়ের ওমর খান হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আলেপ উদ্দিনকে আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল সরদার।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বুধবার রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেপ্তার বরিশাল পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে আলেপের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার দুপুরে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাকে তুলে নেয় ডিবি।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জোবায়ের ভাই মামলা করেন। মহিউদ্দিন ফারুকী এ মামলার এজাহারনামীয় ৫৯ নম্বর আসামি।
অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক সময় র্যাব-১১ এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) করা হয়েছিল। এরপর আলেপকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল।