সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিরোধের জের ধরে দেশটির বিভিন্ন সামগ্রী বয়কটের পাশাপাশি টিকটকসহ ৫৮টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এবার সে পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন আভাস দিয়েছেন। তিনি বলেন, টিকটকসহ চীনা অ্যাপগুলো নিষিদ্ধের বিষয়টি অবশ্যই দেখা হচ্ছে। আমি প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) সামনে পড়ে যেতে চাই না, তাই বিষয়টি নিয়ে আমরা ভাবছি এবং এটা খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল সোমবার এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, অ্যাপটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। অ্যাপটি চীনের তৈরি এবং ব্যবহারকারীর তথ্য তাদের কাছেই সংরক্ষিত থাকছে।
এদিকে বরাবরের মতো টিকটক বলছে, এর ডাটা সেন্টার চীনা ভূখণ্ডের বাইরে অবস্থিত এবং এসব ডাটার কোনোটিই চীনের আইনের আওতায় পড়ে না। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর যাবতীয় তথ্য যুক্তরাষ্ট্রের ডাটা সেন্টারে জমা আছে।