শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা পেলে দলের মত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত: শফিকুর রহমান মাইলস্টোন ট্রাজেডি মাকিন নামের আরেক ছাত্রের মৃত্যু ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়া নিয়ে যা বলল সৌদি আরব মাইলস্টোন ট্রাজেডি নিহত লামিয়াকে চোখের জলে বিদায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের উপযুক্ত শাস্তি চায় বিএনপি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে নাটোরে সড়ক দুর্ঘটনা : পাশাপাশি কবরে শায়িত এক পরিবারের ৪ জন

রূপে ভরা হেমন্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৮৫৫ বার

প্রত্যেক ঋতুর আগমনে বাংলাদেশের প্রকৃতি নবনব সাজে সজ্জিত হয়৷ গ্রীষ্ম, বর্ষা, শরত্, হেমন্ত, শীত ও বসন্ত-এ ছয় ঋতুতে প্রকৃতি সাজে ছয় রকম৷ হেমন্তের কুহেলী গুঞ্জন, শীতের শীর্ণ নদী ও কুয়াশার নেকাব আর বসন্তের দখিনা মৃদুমন্দ বাতাস, গ্রীষ্মের দুঃসহ দহন, বর্ষার মুষলধারে বৃষ্টি, শরতের কাশফুল ষড়ঋতুরই অবদান৷ শরতের শেষ প্রহর থেকেই বাতাসে মৃদু গুঞ্জন তোলে হেমন্তের রৌদ্রাঙ্কিত মোহনীয় নিবিড় তরঙ্গ৷ সবুজ-শ্যামল জমিনে এখন শোভা পাচ্ছে সোনালি বর্ণের উজ্জ্বলতর হেমন্তের আলোক রেখা৷ ধান ও ঘাসের ডগায় আলগোছে পা ফেলে নামছে কুয়াশা৷ প্রকৃতিতে শীতের আগমনি বার্তা বয়ে নিয়ে এসেছে হেমন্ত৷ শিশির বিন্দু ঝরার টুপটাপ শব্দ আর মৃদু শীতলতা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের খবর৷ এভাবেই প্রকৃতিতে হেমন্তের গহন উপস্থিতি পরিলক্ষিত হয়, হয় অনুভূত৷ রৌদ্রোজ্জ্বল আভার প্রকৃতি মানেই হেমন্ত৷ হেমন্তকে বলা হয় বিচিত্র রঙের ঋতু৷ কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল৷ শিশিরস্নাত সকাল, কাঁচাসোনা রোদমাখা স্নিগ্ধসৌম্য দুপুর, পাখির কলকাকলি ভরা ভেজা সন্ধ্যা আর মেঘমুক্ত আকাশে জোছনা ডুবানো আলোকিত রাত হেমন্তকালকে যেন আরও রহস্যময় করে তোলে সবার চোখে; প্রকৃতিতে এনে দেয় ভিন্নমাত্রা৷ হেমন্তের এ মৌনতাকে ছাপিয়ে বাংলার মানুষের জীবনে নবান্ন প্রবেশ করে জাগরণের গান হয়ে, মানুষের জীবনে এনে দেয় সর্বজনীন উত্সবের ছোঁয়া৷ হেমন্তক বলা হয় বিচিত্র রঙের ঋতু৷ হেমন্তের শিশিরঝরা নিশিতে ফোটে গন্ধরাজ, মল্লিকা, শিউলি আর কামিনী৷ হেমন্তেই দিঘির জলে, বিলে, ঝিলে ফোটে কত না রঙের পদ্ম৷ হেমন্তের চরিত্র আর তার বাইরের রূপ নিয়ে জগত্জুড়ে সৃষ্টি হয়েছে শত শত গল্প, শিল্প, গান ও কবিতা৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লিকবি জসীমউদদীন, জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে কবি আল মাহমুদসহ পরবর্তীকালের অনেক কবিই লিখেছেন এ হেমন্তকে নিয়ে৷

অসাধারণ সৌন্দর্যচেতনায় ভাবুক হৃদয়ের বিলাসিতায় এ ঋতুকে নিজের প্রিয়তমারূপে কল্পনা করেছিলেন বিখ্যাত ইংরেজ কবি জর্জ এলিয়ট৷ বলেছিলেন- ‘হে অপরূপা সুন্দরী ঋতু হেমন্ত/তোমার সঙ্গে আমার অন্তরাত্মা এখন বিবাহবন্ধনে আবদ্ধ/যদি ডানাওয়ালা পাখির মতো পৃথিবীজুড়ে উড়ে বেড়াতে পারতাম/তোমার মনোলোভা রূপের এ সৌন্দর্যের বিস্তারে, তাহলে উপভোগ করতাম সর্বত্র৷’ ‘অঘ্রারে সওগাত’ কবিতায় হেমতের আগমনি, এর প্রকৃতি ও স্বভাবের এক চঞ্চলরূপ এঁকেছেন কাজী নজরুল ইসলাম৷ হেমন্ত নিয়ে কবি লেখেন-‘চাঁদের প্রদীপ জ্বালাইয়া নিশি জাগিছে একা নিশীথ/নতুনের পথ চেয়ে চেয়ে হলো হরিত পাতারা পীত৷’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন-‘হিমের রা েওই গগনের দীপগুলিরে/ হেমন্তিকা করল গোপন অাঁচল ঘিরে/ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো/জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে৷’

বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুরে কবিতায় হেমন্ত এসেছে মানুষের প্রেমে-কামে প্রকৃতির সৌন্দর্যে৷ তার কাছে হেমন্ত একধরনের পরিপূর্ণতার নাম৷ ‘আঘ্রাণ’ কবিতায় লিখেছেন-‘আজ এই হেমতের জলদ বাতাসে/আমার হৃদয় মন মানষীর গন্ধে ভরে গেছে/রমণীর প্রেম আর লবণ সৌরভে/আমার অহংবোধ ব্যর্থ আত্মতুষ্টির ওপর/বসায় মর্চের দাগ, লাল কালো/কটু ও কষায়৷’ কবি রবীন্দ্রনাথ লেখেছিলেন-‘তোমার অশ্রুজরে করুণ রাগে, যাও, যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও৷’

হেমতের অন্য নাম নবান্ন৷ এক সময় বাংলায় বছর শুরু হতো হেমন্ত দিয়ে৷ কারণ ধান উত্পাদনের ঋতু হলো এ হেমন্ত৷ নবান্ন মানেই চারদিকে পাকা ধানের ম-ম গন্ধ, নতুন অন্ন, গ্রামের মাঠে মাঠে চলে ধান কাটার ধুম, হেমন্তে এ ফসল কাটাকে কেন্দ্র করেই ঘরে ঘরে শুরু হয় নবান্ন উত্সব৷ গৃহস্থবাড়িতে নতুন ধানে তৈরি পিঠাপুলির সুগন্ধ বাতাসে ভেসে বেড়ায়৷ বর্ষার শেষ দিকে বোনা আমন-আউশ শরতে বেড়ে ওঠে৷ আর হেমন্তের প্রথম মাস কার্তিকে ধান পরিপক্ব হয়৷ নতুন ধানের আগমনে কৃষকের গলায় ধরে আনন্দের গান৷ আর ফসল কাটাকে কেন্দ্র করেই নবান্ন উত্সবের সূচনা৷ বলা যায়, হেমন্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোত্সব৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com