স্বপ্ন ছিল স্নাতক হওয়ার। কিন্তু পেটের দায়ে তার আগেই চাকরি শুরু করতে হয়েছিল গুইসেপ্পে পাতের্নোকে। কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে তিনি তার স্বপ্ন পূরণ করেছেন, আর প্রমাণ করেছেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে মানুষ সবই করতে পারে। বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি ভেবে নিয়েছিলাম আমাকে গ্র্যাজুয়েট হতেই হবে। শিক্ষা একমাত্র বিষয়, যা মৃত্যুতেও আমার সঙ্গেই যাবে।
গুইসেপ্পে পাতের্নো চাকরি করতেন ইতালির রেল বিভাগে। জীবনের নানা চাপে পড়ে গ্র্যাজুয়েশন করা হয়নি তার। কিন্তু সারাজীবন বই নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। শেষ পর্যন্ত ৯০ বছর বয়সে শুরু করেন ডিগ্রির পড়াশোনা। ২০১৭ সালে কলেজে ভর্তি হন।
সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমি লজ্জা বা ভয় পাইনি। ক্লাসে ২০ বছর বয়সী ছেলেমেয়েদের সঙ্গে আমি অবশ্যই বেমানান। কিন্তু আমার ছোট্ট সহপাঠীরা কখনো আমায় বুঝতে দেয়নি যে আমি বেমানান। তাই আজ আমি স্বপ্ন সত্যি করতে পেরেছি।
ইতালির পালের্মো বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও দর্শন নিয়ে পড়ে তিনি স্নাতক হলেন। তার ২০ বছর বয়সী সহপাঠীরা তার এই সাফল্যে গর্ববোধ করছেন। সকলে স্টেজে উঠে করতালি দিয়ে অভিবাদন জানান ৯৬ বছর বয়সী এই স্নাতককে।