বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

ব্রাজিলে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়ে গেল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২১৩ বার

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে।

করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটার বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৪৩ জন। ব্রাজিলে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন।

মে মাসের শেষ দিক থেকে ২১০ মিলিয়ন জনসংখ্যার ব্রাজিলে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৯০৫ জন। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা যাওয়ার তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।

ব্রাজিলে শুরুতে সংক্রমণ সেভাবে ছড়ায়নি। কিন্তু জাইর বোলসোনারো সরকারের অব্যবস্থাপনা এবং করোনার প্রকোপ ঠেকাতে যথাযথ পদক্ষেপের অভাবে দিন দিন ব্রাজিল যেন এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com