চেক রিপাবলিকে একটি ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩ শিশু রয়েছে বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর বহুমিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যমে জানানো হচ্ছে, আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফিয়ে নিচে নামতে গিয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া, ঘটনায় আরো অন্তত ১২ পুলিশ ও দমকলকর্মী আহত হয়েছেন।
এই অগ্নিকাণ্ডকে বলা হচ্ছে গত ৩০ বছরের ইতিহাসে দেশটির সবথেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকল কর্মীরা এ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।