মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার জানিয়েছে, তাদের টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। ফাইজারের এ ইতিবাচক সংবাদের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, করোনাভাইরাসের টিকার অগ্রগতি বৈজ্ঞানিক ভিত্তিতে এবং স্বচ্ছ হতে হবে।
গতকাল সোমবার মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার করোনার টিকার ব্যাপারে অগ্রগতির কথা জানায়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে এদিনই বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়ে বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কঠোর পর্যালোচনা করে টিকা অনুমোদনের প্রক্রিয়া পরিচালনা করবে বলে আশা করছি। টিকা অনুমোদনের প্রক্রিয়াটি বৈজ্ঞানিক ভিত্তিতে ও স্বচ্ছ হতে হবে, যাতে মার্কিনিরা অনুমোদিত টিকা নিরাপদ ও কার্যকর বলে আস্থা রাখতে পারে।’
বাইডেন আরও বলেন, ‘অনুমোদনের পরেও একটি টিকা সহজলভ্য হতে অনেক সময় লাগতে পারে।’ এর আগে বাইডেনের নতুন করোনাভাইরাস উপদেষ্টা পরিষদ এ নিয়ে ব্রিফিং করে।
এদিকে করোনা টিকা বিষয়ে ফাইজারের ঘোষণাকে উৎসাহব্যঞ্জক বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। এক টুইটে তিনি বলেন, ‘আমরা টিকা নিয়ে এমন উৎসাহব্যঞ্জক খবরকে স্বাগত জানাই। ’
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের স্বাস্থ্যবিষয়ক সহকারী সচিব অ্যাডমিরেল ব্র্যাট জেরওয়া বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে এই টিকা এবং অন্য যেসব টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেগুলো সবই এই মহামারির বিরুদ্ধে কার্যকর হবে। তবে যত দিন পর্যন্ত এই টিকা সব মানুষের কাছে পৌঁছানো সম্ভব না হয়, তত দিন আমাদের অনেক কাজ করার আছে।’