টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সঙ্গে করোনা ভাইরাসের টিকা কেনার চুক্তি করতে যাচ্ছে ভারত সরকার। চুক্তিতে করোনার প্রতি ডোজ টিকার দাম রাখা হতে পারে ২৫০ রুপি। এনডিটিভি।
ভারতে অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমতি চেয়ে গত সোমবার আবেদন করে সেরাম ইনস্টিটিউট। এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা জানান, ভারতের বেসরকারি বাজারে প্রতি ডোজ টিকার দাম পড়তে পারে প্রায় এক হাজার রুপি। তবে সরকার একসঙ্গে বেশি পরিমাণ কেনায় তাদের দাম কিছুটা কম পড়তে পারে বলে জানান তিনি। সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা জানান, তার প্রতিষ্ঠান অন্য দেশে টিকা সরবরাহের আগে ভারতে সরবরাহ করার ওপর বেশি গুরুত্ব দেবে।