ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা স্বাধীনতার চেতনাকে অবমাননা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে অবমাননাকারীদের প্রতিহত করতে হবে। আগামী ২৬ মার্চের মধ্যে রাজাকারের তালিকা প্রণয়ন করে তা প্রকাশ করা হবে।
এ সময় ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে বিশেষ মর্যাদায় পালন করার দাবি জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
তিনি আরও বলেন, ১৯ মার্চ হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুরের বীর জনতা। সেই যুদ্ধে চারজন শহীদ হন বলেও উল্লেখ করেন মন্ত্রী।