জার্মানী আগামী ২৭ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের টিকা দেয়ার কাজ শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে কেয়ার হোমের বয়স্কদের টিকা দেয়া হবে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বুধবার এক ঘোষণায় এ কথা বলেন।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন তার ২৭ সদস্যের সব রাষ্ট্রে একই দিন টিকা দেয়ার কাজ শুরু করার আশা করছে।
এক বিবৃতিতে জার্মানীর ১৬ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা বলেছেন, বছর শেষের আগেই ফাইজার-বায়োএনটেকের টিকার সম্ভাব্য অনুমোদন ও বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্পান।
এর মানে ইইউ’র বর্তমান সভাপতি হিসেবে জার্মানী ২৭ ডিসেম্বর থেকে সব সদস্য রাষ্ট্রকে টিকা দেয়ার কাজ শুরু করতে পারবে।
ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদিত হলে ইউনিয়ন ভুক্ত সব দেশে একই দিনে টিকা দেয়ার কাজ শুরু করা যেতে পারে।
ফাইজার-বায়োএনটেকের টিকা ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অনুমোদিত হয়েছে। দেশ দুটিতে ইতোমধ্যে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে।