দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় ছয় দশমিক আট মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমের সান জুয়ান প্রদেশে সোমবার দিবাগত রাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড)।
ভূমির ১০ কিলোমিটার গভীর থেকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানায় জিএফজেড।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে কোনো সুনামি সংকেত জারি করা হয়নি।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, আতঙ্কিত লোকজন বাসভবন ছেড়ে রাস্তায় নেমে এসেছে।
সূত্র : রয়টার্স ও টিআরটি ওয়ার্ল্ড