ভারতের সুরাটে কিম চার রাস্তা এলাকায় সোমবার মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।
রাস্তার ওপরে ফুটপাথে ঘুমাচ্ছিলেন তারা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে আসে একটি ট্রাক। এ ঘটনায় একটি বাচ্চা মেয়েসহ ১৩ জন নিহত হয়েছেন। শ্রমিকরা সকলেই রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, সুরতের রাস্তার ওই ফুটপাতে বেশ কয়েকজন শুয়েছিলেন। তারা পেশায় শ্রমিক। দ্রুতগতির একটি লরি পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। বাকি ছয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনা নিয়ে সুরতের ডেপুটি পুলিশ সুপার সিএম জাদেজা বলেন, ‘আখবোঝাই একটি ট্রাক্টরের সাথে লরিটির ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই ফুটপাতের ওপর দিয়ে গিয়ে পিষে দেয় ঘুমন্ত শ্রমিকদের।
টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদের পরিবারকে ২ লাখ করে টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।