শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

ভারতে ভ্যাকসিন নিয়ে দুই জনের মৃত্যু, অসুস্থ ৫৮০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩৬২ বার

ভারতে করোনার ভ্যাকসিন নেয়ার পর আরও একজনের মৃত্য হয়েছে। ভ্যাকসিন নেয়ার তৃতীয় দিনে তার মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে ভ্যাকসিন নিয়ে মারা গেলেন দু’জন। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার ৪৪৭ জনের দেহে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার পাশাপাশি একজনের মৃত্যুর খবর জানিয়েছিল মন্ত্রণালয়। আর তৃতীয় দিন শেষে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৫৮০ জনের শরীরে। তবে অসুস্থ্য হয়ে পড়া এসব ব্যক্তিদের মধ্যে কারা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত ‘কোভিশিল্ড’ আর কারা ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাকসিন নিয়েছেন, তা প্রকাশ করেনি সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক খবরে জানিয়েছে, ভ্যাকসিনেশনের তৃতীয় দিন শেষে ভারতে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মোট ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে মারা গেছেন দু’জন।

মৃত একজনের ময়নাতদন্ত রিপোর্ট এসেছে। মৃত্যুর সঙ্গে তার ভ্যাকসিন নেয়ার কোন সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। মৃত আরেকজনও ভ্যাকসিন নেয়ার পর হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে তার পোস্ট মর্টেম রিপোর্ট এখনও আসেনি।

মৃতদের একজন উত্তরপ্রদেশের মোরাদাবাদের মোহিপাল সিং (৪৬)। সেখানকার এক সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন তিনি। টিকা নেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। দ্বিতীয়জন কর্ণাটকের বরালির ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। বলা হচ্ছে, এই ব্যক্তির মৃত্যুর কারণ কার্ডিয়াক-পালমোনারি ফেইলিওর। হাসপাতালে ভর্তি হওয়া ৭ জনের মধ্যে তিনজন দিল্লির।

উল্লেখ্য, শনিবার ভারতে করোনার টিকাদান কর্মসূচী শুরু হয়। সারা দেশের ৩০০৬টি কেন্দ্রে একই সঙ্গে টিকাদান কর্মসূচীর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৮১ হাজার ৩০৫ জন করোনা টিকা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com