বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান আইনজীবীকে ‘কুপিয়ে হত্যা করল’ ইসকন সদস্যরা অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ চিন্ময়কে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের বিবৃতি মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মন্ত্রীসহ ৪ হাজার পদে রাজনৈতিক নিয়োগ দেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬১ বার

এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং স্বাধীন-দল নিরপেক্ষ কয়েকটি সংস্থায় ৪ হাজার পদে রাজনৈতিক নিয়োগ দেবে বাইডেন-কমলা প্রশাসন। নতুন প্রশাসনের দ্বারা এসব পদ পূরণ করার এটি প্রচলিত রীতি। এর মধ্যে ১২শ ৫০ জনের মনোনয়ন চূড়ান্ত হবে ইউএস সিনেটের অনুমোদনে। এর মধ্যে কেবিনেট সেক্রেটারি (মন্ত্রী পরিষদের সদস্য), চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (অর্থমন্ত্রীসহ রিজার্ভ ব্যাংকের প্রশাসক), জেনারেল কাউন্সেল, রাষ্ট্রদূত এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৮শ জনের মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। ‘পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিস’ এবং ওয়াশিংটন পোস্ট সূত্রে এ তথ্য প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরই প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর মনোনয়নের অনুমোদন দিয়েছে ইউএস সিনেট। এরপর গত সপ্তাহে অনুমোদন এসেছে হোমল্যান্ড সিকিউরিটি ও পরিবহন মন্ত্রীর।

উল্লেখ্য, সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানাটানি চলতে থাকার মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন ট্রায়াল নিয়েও সিনেটসহ কংগ্রেসকেও দেন-দরবার চালাতে হচ্ছে। এসব কারণে বাইডেন মন্ত্রীসভার অবশিষ্ট সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে দেয়া মনোনয়ন-শুনানীতে বিলম্ব ঘটছে। তবে দীর্ঘ ৪৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় সিক্ত জো বাইডেন ভেতরে ভেতরে রিপাবলিকানদের সাথে সম্পর্ক মধুর করার ব্যাপারেও সচেষ্ট রয়েছেন। তাই সিনেটে ৫০-৫০ আসন নিয়েও বাইডেন নিজের নির্বাচনী অঙ্গীকার পূরণে বিন্দুমাত্র সংশয়ে নেই। ইতিমধ্যেই প্রতিনিধি পরিষদে বাজেট বিল পাশ হয়েছে। বহুল প্রত্যাশিত করোনা-স্টিমুলাস তথা আমেরিকা উদ্ধার বিলও রিপাবলিকানদের সমর্থনে সিনেটেও সামান্য কাটছাট করে হলেও পাশ হবে বলে সকলে আশা করছেন।
স্মরণ করা যেতে পারে, শপথ গ্রহণের দিনই ডনাল্ড ট্রাম্পের দু’জন এবং বারাক ওবামার ৬ জন মন্ত্রীর অনুমোদন এসেছিল সিনেট থেকে। যুক্তরাষ্ট্রের বড় ধরনের ফেডারেল দফতরের দায়িত্বপ্রাপ্ত কেউই অনুমোদন পাননি বাইডেনের মনোনীতদের মধ্যে। ট্রাম্প এবং ওবামা প্রশাসনের ১৫ জন ক্যাবিনেট সদস্যেরই অনুমোদন এসেছে ক্ষমতা গ্রহণের ১শ দিনের মধ্যে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী জো বাইডেনের রাজনৈতিক বিবেচনায় মনোনয়নপ্রাপ্তদের অনুমোদন আসতে হবে ইউএস সিনেট থেকে। মনোনয়নের পর মনোনীত ব্যক্তিকে বেশ কটি পর্ব অতিক্রম করতে হয়। এগুলো হচ্ছে আনুষ্ঠানিক মনোনয়ন, কমপক্ষে একটি সিনেট কমিটির সুপারিশ (রেফারেল), কমিটির শুনানীতে অংশগ্রহণ, সিনেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট পাওয়া।

জানা গেছে, ফেব্রুয়ারি পর্যন্ত সিনেটের অনুমোদন সাপেক্ষে যে ১২৫০ পদ পূরণ করতে হয়, তারমধ্যে বাইডেন মাত্র ৭৮৯ জনকে মনোনয়ন দিয়েছেন। এখন পর্যন্ত মনোনয়নই দেয়া হয়নি ৪৯৪ পদে। মনোনয়ন প্রদানকারিদের মধ্যে মাত্র ৬ জনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিনেট। বিবেচনাধীন রয়েছে ৩৩ মনোনয়নের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ান সম্পর্কিত সহকারি মন্ত্রীসহ কমপক্ষে ১শ ২০ জন সহকারী মন্ত্রী, উপমন্ত্রী এবং রাষ্ট্রদূতের মনোনয়ন এখনও বাকি রয়েছে। আন্তর্জাতিক ক‚টনীতিতে যুক্তরাষ্ট্রকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে এসব মনোনয়ন যত দ্রæত সম্ভব প্রদান করা জরুরি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com