দশ বছর আগের বিধ্বংসী ভূমিকম্পের পর তীব্র শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের ফুকুশিমায়। শনিবার রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্পে সেখানে প্রায় ১০ লাখ বাড়িঘর ছিল অন্ধকারে। ১০ বছর আগে ২০১১ সালে একই এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাতে ফুকুশিমা পারমাণবিক স্থাপনায় মারাত্মক বিপর্যয় দেখা দেয়। সেই ঘটনাই যেন এদিন আবার ফিরে এসেছিল। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান। এতে আরো বলা হয়, ফুকুশিমা উপকূলে ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎস। এর ফলে পুরো অঞ্চলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দেয়া হয়নি সুনামি সতর্কতা। এর আগে ২০১১ সালের ১১ই মার্চ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানে। সে সময় দেয়া হয়েছিল সুনামি সতর্কতা। সেই সুনামি পুরো শহর, গ্রাম এমনকি ফুকুশিমা ডাইচি পারমাণবিক স্থাপনার ভয়াবহ ক্ষতি হয়। সুনামিতে কমপক্ষে ১৮ হাজার মানুষ মারা যান। ইউনিভার্সিটি অব টোকিওর ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর কেনজি সাতাকে বলেছেন, ২০১১ সালের ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৯। ফলে ১০ বছর পরে এই মাত্রার ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়। মিয়াগি, ফুকুশিমা এবং অন্যান্য এলাকায় সব মিলে শনিবারের ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। এর ফলে প্রায় ৯ লাখ ৫০ হাজার বাড়ি বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে যায়। এ তথ্য দিয়েছেন সরকারি মুখপাত্র কাতসুনোবু কাটো।