করোনা মহামারীর কারণে ব্রাজিলের স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুতর পরিস্থিতির মুখে পড়েছে। হাসপাতালগুলোয় করোনা রোগীদের উপচেপড়া ভিড় ও মৃত্যুর মিছিলে ভারী হয়ে এসেছে দেশটির সামাজিক পরিবেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিয়লোজিস্ট মারিয়া ভ্যান কারখোভা বলেন, প্রকৃতপক্ষে এখন ব্রাজিলে অত্যন্ত গুরুতর পরিস্থিতি যাচ্ছে, সেখানে অনেক রাজ্য সঙ্কটজনক অবস্থায় আছে। খবর রয়টার্স।
দেশটির বহু হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ৯০ শতাংশেরও বেশি রোগীতে পূর্ণ হয়ে আছে বলে জানিয়েছেন তিনি। ব্রাজিলে এখন করোনা ভাইরাসের অতি সংক্রামক একটি ধরন বিস্তারলাভ করছে। দেশটি বিশ্বজুড়ে চলা কোভিড-১৯ মহামারীর একটি কেন্দ্রে পরিণত হয়েছে। সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতিতে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এরই মধ্যে খাদের কিনারায় পৌঁছে গেছে।