শিরোপার রেসে থাকতে জয়ের বিকল্প ছিল না। এমন ম্যাচে হারতেই বসেছিল রিয়াল মাদ্রিদ। নানা নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে জিদান বাহিনী।
জিতলেই লা লিগার শিরোপা ভাগ্য হাতে নিতে পারত রিয়াল। হলো না। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রোববার রাতে সেভিয়ার সঙ্গে শেষ মুহূর্তের গোলে ২-২ ব্যবধানে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।
ফার্নান্দোর গোলে রিয়ালের মাঠে প্রথম লিড নেয় সেভিয়া। দ্বিতীয়ার্ধে আসেনসিও গোলে সমতা আনে রিয়াল। ভিএআর চমকে স্পট কিকে সেভিয়াকে আবার এগিয়ে দেন ইভান রাকিতিচ। অতিরিক্ত সময়ে হ্যাজার্ডের অদ্ভুত গোলে ম্যাচ ড্র করে রিয়াল।
ম্যাচের আসল উত্তেজনা ছড়ায় আসলে ৭০ মিনিটের পর। দেখা মেলে নানা নাটকীয়তা ও ঠাসা উত্তেজনা। পাল্টা আক্রমণে বল পেয়ে মাঝ মাঠ থেকে সেভিয়ার বক্সে ঢুকে পড়েন করিম বেনজেমা। তাকে ফাউল করেন সেভিয়া গোলরক্ষক বোনো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত; আক্রমণের শুরুতে রিয়ালের ডি-বক্সে এদের মিলিতাওয়ের হাতে বল লেগেছিল। উল্টা পেনাল্টি পায় সেভিয়া।
মুহূর্তে বদলে যায় ম্যাচের দৃশ্য। সফল স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রাকিতিচ। ম্যাচ তখন শেষের দিকে। হারতে চলেছে রিয়াল, এমন আবহ তখন। অতিরিক্ত ৬ মিনিটের খেলা দেন রেফারি। চতুর্থ মিনিটে টনি ক্রুসের বুলেট গতির শটে বক্সের মধ্যে চকিত হালকা ছোয়ার প্লেসিং ইডেন হ্যাজার্ডের। গোলরক্ষক পুরোপুরি দিকহারা, বল জালে। স্কোর তখন ২-২। বলা চলে জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
জিততে পারলে লাগাম থাকতো রিয়ালের হাতে। ওই সুযোগ বার্সা ও অ্যাটলেটিকো করে দিয়েছিল ড্র করে। তবে রিয়ালের ড্র আরো জমে তুলল লা লিগার লড়াই। লিগের বাকি আর মাত্র তিন ম্যাচ। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ৭৫। রিয়ালেরও তাই। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রিয়ালের অবস্থান তৃতীয়। ৭১ পয়েন্ট নিয়ে সেখানে চতুর্থ স্থানে সেভিয়া।