১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে শিক্ষাবঞ্চনার অভিযোগ তুলেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। গতকাল মঙ্গলবার ব্যাংকক থেকে প্রকাশিত ‘আমরা কি মানুষ নই? : বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার সুযোগ অস্বীকৃত’ শীর্ষক ৮১ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের জন্য অর্থবহ শিক্ষার সুযোগ তৈরি করার কাজে দাতাগোষ্ঠীকে বাধা দিচ্ছে এবং শিবিরের বাইরের স্কুলে শিশুদের পড়ালেখায় নিষেধাজ্ঞা জারি করেছে। প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী শিশুকে তাদের শিক্ষার অধিকার থেকে অবৈধভাবে বঞ্চিত করা এই নিষেধাজ্ঞা অবিলম্বে সরকারের প্রত্যাহার করা উচিত।’ এইচআরডাব্লিউ প্রতিবেদনে বলেছে, কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষাব্যবস্থা নেই। সেখানে রোহিঙ্গা শিশুদের বাংলা ভাষা শেখানো ও বাংলাদেশি পাঠ্যক্রম অনুসরণে দাতাগোষ্ঠীকে বাধা দেওয়া হচ্ছে।
এইচআরডাব্লিউর শিশু অধিকারবিষয়ক সহযোগী পরিচালক বিল ভ্যান অ্যাসভেল্ট বলেন, ‘বাংলাদেশ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে অনির্দিষ্টভাবে রোহিঙ্গাদের থাকতে দেওয়া যায় না। কিন্তু শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করা তাদের ক্ষতিকে কেবল প্রকটই করে এবং শরণার্থীদের কোনো দুর্দশারই দ্রুত সমাধান করে না।’ গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এইচআরডাব্লিউর এ প্রতিবেদনের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।