শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

মিয়ানমারকে নতুন নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১২৩ বার

মিয়ানমারের সামরিক সরকারের চার মন্ত্রীসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত এবং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি।

আল জাজিরা জানিয়েছে, সেনা অভ্যুত্থানে সহযোগিতা ও সাধারণ গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগে বাইডেন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে জান্তা সরকারের নিয়োগ করা জাতীয় প্রশাসনিক পরিষদের ৩ সদস্য, জান্তা সরকারের চার মন্ত্রী ও দেশটির সেনাবাহিনীর কর্মকর্তাদের ১৫ জন প্রাপ্তবয়স্ক সন্তান। এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের ওপর বার্মিজ সেনাবাহিনীর নিপীড়ন ও নির্বাচিত সরকারকে উৎখাত করে বাস্তবায়িত সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে আমরা এ নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও দেশটির সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টসহ সব কারাবন্দিকে অবিলম্বে মুক্তি দিতে ক্ষমতা দখলকারী জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহসচিব আন্তোনিও গুতেরেস।

গত বছরের নভেম্বরের নির্বাচনে দেশটির নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসে। সামরিক বাহিনী এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়ে দেয়।

পরে ‘নির্বাচনে অনিয়মের’ অভিযোগে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় সামরিক বাহিনী। এর পর থেকে দেশটির লাখ লাখ মানুষ সেনাশাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছেন। গৃহবন্দি নেত্রী অং সান সু চির মুক্তি এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন তারা। অভ্যুত্থানবিরোধীদের এ বিক্ষোভ দেশটির বড় বড় শহরের পাশাপাশি বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

টানা আন্দোলন ও বিক্ষোভের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অচলাবস্থার সূচনা হয়। প্রাত্যহিক বিক্ষোভ ও অবরোধের কর্মসূচির কারণে ব্যবসায়িক পরিবেশ রুদ্ধ হওয়ায় অচল হয়ে যায় দেশটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com