যুক্তরাষ্টের ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বাহিনী প্রধান কার্যালয়ের কাছে একটি ট্রানজিট সেন্টারে সহিংসতার ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
সশস্ত্র হামলার সময় ছুরিকাঘাতে পেন্টাগনের এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবারের সহিংসতাটি একটি মেট্রো বাস প্ল্যাটফর্মে ঘটে, যা পেন্টাগন ট্রানজিট সেন্টারের অংশ।
পেন্টাগন নিরাপত্তা বাহিনী প্রধান উড্রো জানান, সকাল সাড়ে ১০ টার দিকে বাস প্ল্যাটফর্মে এক পুলিশ কর্মকর্তা আক্রমণের শিকার হলে মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগন সাময়িকভাবে লকডাউন করা হয়।
তিনি আরো জানান, হামলার সময় গোলাগুলিতে দু’জন আহত হয়।
নিরাপত্তা বাহিনীর তথ্য মতে, হামলাকারী সাবেক মেরিন সদস্য এবং জর্জিয়ার স্থায়ী বাসিন্দা অস্টিন উইলিয়াম ল্যাঞ্জ (২৭)। মেরিন সদস্য হিসেবে যোগ দেয়ার মাত্র কয়েক মাসের মাথায় তাকে অব্যাহতি দেয়া হয়।
তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাসহ ও মাদকগ্রহণের অভিযোগও রয়েছে। বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে জানায়, আদালত তাকে মানসিক চিকিৎসা করার পরামর্শ দিয়েছিল।
তবে কী কারণে, ল্যাঞ্জ এই হামলা চালায় সে বিষয়ে নিশ্চিত নয় মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো। এ বিষয়ে গভীর তদন্ত চলছে বলে জানা যায়।