ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ। আগেভাগেই ভাইরাস মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। এর ফলে রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনো জারি একাধিক বিধিনিষেধ। তা সত্ত্বেও মাঝে মধ্যেই এক ধাক্কায় বাড়ছে কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের খানিকটা বাড়ল নতুন আক্রান্তের সংখ্যা। এক দিনে পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত ৬১৩। করোনার বলি ১২ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯৫ জন কলকাতার। অর্থাৎ ফের দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার। এক দিনে সংক্রমিত সেখানকার ৮৯ জন।
এক দিনে করোনা প্রাণ কেড়েছে পশ্চিমবঙ্গে ১২ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় খানিকটা হলেও বেড়েছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া ও হুগলি। সূত্র : সংবাদ প্রতিদিন