যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নগরী নিউইয়র্কে টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার সংশ্লিষ্ট গোপন নথি উন্মক্ত করার জন্য মার্কিন বিচার বিভাগের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ২০ বছর আগে ১১ সেপ্টেম্বর সংগঠিত ভয়াবহতম এই হামলা সমকালীন ইতিহাসে ‘৯/১১ সন্ত্রাসী হামলা’ হিসেবে পরিচিত।
শুক্রবার মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ডের প্রতি এক নির্বাহী আদেশে এই নির্দেশ দেন তিনি।
নির্বাহী আদেশে আগামী ছয় মাসের মধ্যে এই সকল নথি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দেন বাইডেন।
গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি এই নথি উন্মুক্ত করবেন। ‘সেই প্রতিশ্রুতির মর্যাদা রাখতেই’ নির্বাহী এই আদেশ জারি করছেন বলে উল্লেখ করেন তিনি।
জো বাইডেন বলেন, ‘আমরা কখনোই ভুলবো না সেই ২,৯৭৭ নিরপরাধ লোকের পরিবার ও স্বজনের বয়ে বেড়ানো কষ্ট. যারা আমাদের ইতিহাসে যুক্তরাষ্ট্রে ভয়াবহতম সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন।’
এর আগে এই বছর ৯/১১ হামলার ২০ বছর বার্ষিকীর অনুষ্ঠানে প্রায় ১৮০০ নিহতের পরিবার ‘হামলার সংশ্লিষ্ট গোপন নথি প্রকাশ না হলে’ উপস্থিত না থাকার হুমকির পর প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে এই আদেশ এলো।
গত মাসে ওই পরিবারগুলো এক বিবৃতিতে জানিয়েছিলো, দুই দশক তারা রাজনৈতিক দর কষাকষির উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছেন।
তারা জানান, ‘বিশ বছর পরে- জাতীয় নিরাপত্তার অযৌক্তিক দাবি বা অন্য কারণে এই তথ্য গোপন রাখার কোনো কারণ নেই।’
সূত্র : আনাদোলু এজেন্সি