ভারতের উত্তরপ্রদেশের লখিমপুরে চার কৃষকের নিহতের ঘটনায় দেশটিতে তোলপাড় চলছে। কৃষকদের গুলি করে হত্যার অভিযোগ থাকলেও এখন ভিন্ন কথা বলা হচ্ছে। নিহতদের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, তাদের শরীরে গুলির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ‘প্রচণ্ড ধাক্কার ফলে’ অতিরিক্ত রক্তপাতের কারণে ওই চার কৃষকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এমন দাবি করা হলেও তা মানতে রাজি নয় নিহতদের পরিবার। বরং ময়নাতদন্তের সাথে জড়িতদের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।
বিজেপির অভিযোগ, তাদের চার কর্মীকে গাড়ি থেকে বের করে পিটিয়ে মারা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে শুধু মাত্র চার কৃষকের নাম উল্লেখ করা হয়েছে।
অজয় দাবি করেন, ‘আমার চালক গাড়ি চালাচ্ছিলেন। দুষ্কৃতিকারীরা পাথর ছুড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারায় ও দুই কৃষক গাড়ির নিচে চাপা পড়েন। এরপর তিন বিজেপি কর্মী ও চালককে পিটিয়ে মারা হয় এবং গাড়িতে আগুন লাগানো হয়।’
কিন্তু দাবি অনুযায়ী ওই সব লাশ কোথায় রাখা হয়েছে এবং তাদের ময়নাতদন্তের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা