ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা কপিল সিবাল টুইটারে মোদিকে খোঁচা দিয়ে বলেছেন, মোদিজি- আপনি চুপ কেন? আপনার কাছে আমরা সহানুভূতিমূলক শুধু একটি শব্দ চাই। আর সেটি হয়তো খুব কঠিনও না। দয়া করে আমাদের বলুন, বিরোধী দলে থাকলে এ পরিস্থিতিতে আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাতেন।
উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে সম্প্রতি চার কৃষকসহ আটজন নিহতের ঘটনার দিকে ইঙ্গিত করে গতকাল শুক্রবার কপিল সিবাল এসব কথা বলেন। খবর এনডিটিভি। প্রসঙ্গত রবিবার লাখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলন চলাকালে গাড়িচাপায় চারজন নিহত হন।
এ ঘটনার পর সহিংসতায় মারা যান আরও চারজন। অভিযোগ উঠেছে- ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র ওই গাড়িচাপা দিয়েছেন।