দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় দুই বছরের বেশি বাকি থাকলেও রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে বিধি অনুযায়ী নতুন নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেবে। সরকারের দিক থেকে বলা হচ্ছে, নিরপেক্ষ ইসি গঠনে রাষ্ট্রপতি এবারও সার্চ কমিটি গঠন করবেন। এ কমিটির মাধ্যমে ইসি গঠিত হবে। ইসির পরিচালনায়ই সংবিধান অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, যতই নিরপেক্ষ নির্বাচন কমিশন হোক আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য হতে পারে না। এই ইস্যুতে দেশের প্রধান দুই রাজনৈতিক দল দুই মেরুতে অবস্থান করছে